ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আবারও হামলার নির্দেশ দিতে পারেন কিম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০
আবারও হামলার নির্দেশ দিতে পারেন কিম

সিউল: দক্ষিণ কোরিয়ায় হামলা চালানোর নিদের্শ দিতে পারেন উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল। তিনি দেশের শীর্ষ সেনা কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন।

  একটি সংবাদপত্রে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সংবাদপত্রটি আরও জানায়, চার তারকা সেনা কর্মকর্তা কিম মিয়াং-গুককে সামরিক অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

চোসান ইলবো সংবাদপত্র প্রকাশিত ছবিতে দেখাগেছে কিম এবং তার ছেলে কিম জং উন দণি হুয়াংগুয়ে প্রদেশের একটি খামারে ভ্রমণের সময় উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন।

উত্তর কোরিয়া জানায় মঙ্গলবারের গোলা বিনিময়ের জন্য দক্ষিণ কোরিয়া দায়ী। কারণ তারা সমুদ্র সীমানায় হামলা করতে বাধ্য করেছে। তবে ওই অভিযোগ প্রত্যাখ্যান করে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র পাল্টা অভিযোগ করেছে উত্তর কোরিয়া পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।