ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শর্তহীন মুক্তিতে আনন্দিত সুচি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
শর্তহীন মুক্তিতে আনন্দিত সুচি

ইয়াঙ্গুন: শর্তহীন মুক্তি পেয়ে আনন্দিত মিয়ানমারের গণতন্ত্রের প্রতীক অং সান সুচি। সুচির আইনজীবী রোববার এ কথা জানান।



সুচির নায়ান উইন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তার মুক্তির  বিষয়ে কোনো শর্ত নেই। তিনি সম্পূর্ণ মুক্ত। এতে তিনি খুবই আনন্দিত।

এদিকে সুচির মুক্তির আগে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন সামরিক জান্তা তাকে মুক্তি দিতে অনেক বিধি নিষেধ আরোপ করবেন।

একজন সরকারি কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘সুচির মুক্তির বিষয়ে কোনো শর্ত নেই। তিনি সম্পূর্ণ মুক্ত’।

শনিবার বিকালে মুক্তির পর শান্তিতে নোবেল জয়ী সুচি বাড়ির বাইরে এলে হাজার হাজার সমর্থক তাকে স্বাগত জানায়।

রোববার দুপুরে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির প্রধান কার্যালয়ে যাবেন। এর আগে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। রোববার স্থানীয় সময় দুপুর ১টায় সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে।

সুচির মুক্তিতে আন্তর্জাতিক সম্প্রদায় স্বাগত জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০:৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।