ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এপেক সম্মেলন সমাপ্ত॥ মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
এপেক সম্মেলন সমাপ্ত॥ মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার

ইয়োকোহামা: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহায়তা (এপেক)-এর সদস্য দেশগুলো মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার করেছে। তবে কিভাবে তা বাস্তবায়িত হবে তা নিয়ে বিতর্ক রয়েছে।



রোববার জাপানের ইয়োকাহামা শহরে যৌথ ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে এপেক সম্মেলন সমাপ্ত হয়। সম্মেলনে বিশ্বের নেতারা এ অভিমত দেন।

এদিকে, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চীনের মতো দেশগুলোর ওপর নির্ভরশীলতার ব্যাপারে সতর্ক করে দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

একটি বিশাল মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার কাজ করার জন্য এপেকের ২১ সদস্য দেশ অঙ্গীকার করে। এই অঞ্চলে থাকবে বিশ্বের তিনটি বৃহৎ অর্থনীতির দেশসহ দ্রুত বিকাশমান দেশগুলো।

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের অন্য নেতারা ভারসাম্যপুর্ণ প্রবৃদ্ধির পরিকল্পনা ও মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার প্রতিশ্র“তি দিয়েছেন।

শনিবার অনুষ্ঠিত প্রথম দফা বৈঠকে নেতারা স্বীকার করেন, বিশ্ব অর্থনীতির উন্নতি হচ্ছে, তবে এখনো এর অবস্থা শোচনীয়। জাপানের একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্র জানায়, বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার তখনই সম্ভব, যদি প্রত্যেক রাষ্ট্র তার নিজের অর্থনীতি উন্নতির ধারায় রাখে। এেেত্র চীন ও তার মুদ্রা ইউয়ান প্রধান বাধা বলে জানায় দেশটি।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।