ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সের নতুন মন্ত্রিসভা॥ প্রধানমন্ত্রী পুনঃনিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০
ফ্রান্সের নতুন মন্ত্রিসভা॥ প্রধানমন্ত্রী পুনঃনিয়োগ

প্যারিস: ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি রোববার নতুন মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন। এতে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলোঁ পুনরায় নিয়োগ পেয়েছেন।



এর মধ্য দিয়ে সারকোজির মন্ত্রিসভা কট্টর ডানপন্থীদের কব্জায় চলে গেল। প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া ফিলোঁ পুনঃনিয়োগ পেলেও মন্ত্রিসভার অধিকাংশ অধিকাংশই নতুন মুখ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মিশেল অ্যালিও-মারি, প্রতিরক্ষার দায়িত্ব অ্যালা ইয়ুপ্পে ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন ব্রাইস হর্তেফু

তবে মানবহিতৈষী বা মানবতাবাদী হিসেবে পরিচিত বার্নার্ড কুচনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অব্যাহতি দিয়েছেন সারকোজি। কুচনারের বাদ পড়াকে বিশেষজ্ঞরা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন।

নোবেল জয়ী ডক্টরস উইদাউট বর্ডারস নামের একটি মানবাধিকার সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা। এ মুহূর্তে তিনি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সফর করছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।