ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাংহাইয়ে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০
সাংহাইয়ে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৫৩

সাংহাই: চীনের সাংহাই শহরের একটি বহুতল ভবনে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে পৌঁছেছে । এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৮০ জন।

সরকারি বার্তাসংস্থা সিনহুয়া ও কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় ২টায় আগুন লাগার সময় ভবনটি সংস্কার কাজ চলছিলো। শহরের জিংগান অঞ্চলে ৩০ তলা ভবনটি অবস্থিত। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে লোকজন জানালা দিয়ে লাফিয়ে পড়ছে। প্রত্যদর্শীরা এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক অবস্থায় ভবনটি চারপাশের নির্মাণ সামগ্রীতে আগুন ধরে যায়। এরপর পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

সরকারি ওয়েবপোর্টাল সিনমিন.সিএন এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে, এ ঘটনায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে। নাম প্রকাশের অনিচ্ছুক দমকল বাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানান।

অগ্নিদগ্ধ লোকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।