ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আগামী বছর বিয়ে করছেন প্রিন্স উইলিয়াম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০
আগামী বছর বিয়ে করছেন প্রিন্স উইলিয়াম

লন্ডন: দীর্ঘদিনের বান্ধবী কেট মিডলটনকে আগামী বছর বিয়ে করবেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম। ইংল্যান্ডের রাজপ্রাসাদের একজন কর্মকর্তা মঙ্গলবার এ তথ্য জানান।



প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার জ্যেষ্ঠ সন্তান প্রিন্স উইলিয়াম (২৮)। গত অক্টোবরে কেনিয়ায় ছুটি কাটানোর সময় মিডলটনের সঙ্গে তার বাগদান হয়। প্রিন্স চার্লসের সরকারি বাসভবন কারেন্স হাউস থেকে একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ‘মিস মিডলটনের সঙ্গে প্রিন্স উইলিয়ামের বাগদানের ঘোষণা করতে পেরে প্রিন্স অব ওয়েলস অত্যন্ত উল্লসিত। বিয়ের অনুষ্ঠান হবে ২০১১ সালের বসন্ত বা গ্রীষ্মে, লন্ডনে। ’

ভবিষ্যৎ প্রিন্সেস মিডলটনের বাবা, প্রিন্সের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও রানীর অনুমতি নেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।

রানী দ্বিতীয় এলিজাবেথ, তার স্বামী প্রিন্স ফিলিপ, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ খবর পেয়ে অবিমিশ্র আনন্দ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।