ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস চুক্তিতে ৬০টি শহর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০
গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস চুক্তিতে ৬০টি শহর

মেক্সিকো সিটি: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসসংক্রান্ত একটি চুক্তিতে শুক্রবার বিশ্বের ৬০টি শহর সই করবে। মেক্সিকো সিটির কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানায়।



শহরের মেয়র মার্সেলো এব্রার্দ বলেন, ‘পরিবেশে গ্রিনহাউস গ্যাস নিঃসরন রোধে আমরা প্রথমবারের মতো একটি চুক্তিতে সই করতে যাচ্ছি। অধিকাংশ ধনী দেশই এতে সই করতে অস্বীকার করেছে। ’

চুক্তি করা কাগজপত্র আগামী ২৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর মেক্সিকোর কানকুন শহরে অনুষ্ঠেয় জাতিসংঘের কাছে পেশ করা হবে। শহরের পরিবেশ বিষয়ক বিষয়ক কর্মকর্তা মার্তা দেলগাদো এ তথ্য জানান।

প্যারিস, সিউল, ডাকার, মনট্রিল, পোর্তো আলেগ্রে ও স্টুটগার্দ প্রভৃতি শহর এই চুক্তিতে অংশ নেবে।

বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে এই শহরে এক বৈঠকে বিশ্বের ৯০টি নেতৃবৃন্দ অংশ নেবেন। বৃহস্পতিবার থেকে শনিবার এ বৈঠক চলবে। জলবায়ু সম্মেলন হবে রোববার। এদিনই জলবায়ু চুক্তিতে সই করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।