ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপ জুড়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে একমত ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

লিসবন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার ন্যাটো সহযোগীরা গোটা ইউরোপ জুড়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছেন।

ইন্টারসেপ্টর মিসাইলের একটি পর্দা বসিয়ে যে কোনো ধরনের রকেট হামলা থেকে এ অঞ্চলের মানুষকে নিরাপদে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে এ পদ্ধতিতে।

রাশিয়াকেও এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ন্যাটো।

নতুন এ চুক্তিতে ন্যাটো সদস্যরা এমন একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যাটারি স্থাপনের কথা বলছেন যা ওই এলাকায় ঢুকে পড়া যে কোনো ক্ষেপণাস্ত্রকে অকেজো করে দিতে পারবে।

শনিবার সম্মেলনে দ্বিতীয় দিনের প্রস্তুতির আগেই এ চুক্তি ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে এক ধরনের উদ্দিপনা তৈরি করেছে।

দ্বিতীয় দিনে ন্যাটো সদস্যরা আফগান যুদ্ধের শেষ টানতে একটি পরিকল্পনা গ্রহণ নিয়েই ব্যস্ত থাকবেন।

শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘প্রথমবারের মতো আমরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিতে পারছি যা ন্যাটোর গোটা ইউরোপ ভূখ-ে ও আমেরিকায় বাস করা মানুষকে নিরাপত্তা দেবে। ’

এর আগে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কড়া সমালোচনা করে আসছিলো রাশিয়া । মস্কো দাবি করছে এ সংক্রান্ত পূর্ববর্তী নীল নকশা প্রত্যাহার করে নেওয়া হোক।

ন্যাটো আশা করছে নতুন পদ্ধতি রাশিয়ার মনোপূত হবে এবং এ প্রতিরক্ষা ব্যবস্থায় নিজেকে সম্পৃক্ত করবে।

বাংলাদেশ সময় ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।