ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে সাইকেল-বোমা বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

জালালাবাদ: আফগানিস্তানের পূর্বাঞ্চলে সাইকেল-বোমা বিস্ফোরণে তিনজন বেসামরিক লোক নিহত এবং অপর ২৫ জন আহত হয়েছে। শনিবার ওই হামলার ঘটনা ঘটে।

রাজ্য গভর্নর এ তথ্য জানান।

ভারপ্রাপ্ত রাজ্য গভর্নর মুরতাজ কুলানদারজি জানান, রাজধানী কাবুলের পূর্বাঞ্চলের লাগমান রাজ্যের মিতারালাম শহরের ব্যস্ত এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়। হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত ও ২৫জন আহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে।

হামলার কারণ জানা যায়নি। সাইকেলটি পুলিশের নিরাপত্তা চৌকি থেকে ৫০ মিটার দূরে রাখা ছিল। এর আশেপাশে কোনো সেনা বা সরকারি প্রতিষ্ঠান ছিল না।

স্থানীয় পদ্ধতিতে বোমার সাহায্যে তালেবান জঙ্গিরা এ ধরনের হামলা চালিয়ে আসছে। গত শনিবার একটি মোটর সাইকেলের সঙ্গে বেঁধে রাখা বোমা বিস্ফোরণে উত্তর কান্দুজ রাজ্যে ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

বাংলাদেশ সময় ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।