ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কনডম ব্যবহারে পোপের সমর্থনকে স্বাগত জানিয়েছে বিভিন্ন সংগঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১০
কনডম ব্যবহারে পোপের সমর্থনকে স্বাগত জানিয়েছে বিভিন্ন সংগঠন

ভ্যাটিক্যান সটি: এইডস প্রতিরোধে কনডম ব্যবহাররে পক্ষে পোপ ষোড়শ ব্যানেডিক্টটের মন্তব্যকে স্বাগত জানিয়েছে ক্যাথলিক সংস্কারপন্থী ও এইচআইভি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।

পোপ তার প্রকাশতিব্য বই `লাইট অব দ্য ওর্য়াল্ড`- এ লখিছেনে শুধু এইডস সংক্রমণ এড়াতে কনডম ব্যবহার করা যেতে পারে।

বিশ্লেষকদের মতে, পোপ তার অতীতের শক্ত অবস্থান থেকে সরে এসেছেন।

ভ্যাটিক্যান সবসময়ই কনডম ব্যবহারের বিরুদ্ধে ছিল। পোপের অতীত অবস্থানের কঠোর সমালোচনা করেছে এইচআইভি নিয়ে কাজ করা সংগঠনগুলো।

২১৯ পৃষ্ঠার বইটি আগামী মঙ্গলবার প্রকাশরে কথা রয়েছে। তবে এর উল্লখেযোগ্য কিছু অংশ নিয়ে সংবাদপত্রে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ হয়।

পোপ তার বইয়ে উল্লেখ করেছেন, "এইচআইভির সংক্রমণ ঠেকাতে কনডম ব্যবহারই সত্যিকার পথ না হলেও যৌনকর্মীদের  কনডম ব্যবহার নৈতিকতার প্রথম পদক্ষপে। "

কৃত্তিমভাবে জন্মনিয়ন্ত্রনের পদ্ধতি হিসেবে কনডম ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে রোমান ক্যাথলকি ধর্মযাজকদের।
ক্যাথলিক নেতাদের মধ্যে পোপই কনডম ব্যবহাররে ক্ষেত্রে প্রথম এ ধরনরে মন্তব্য করলনে।

গত বছর ক্যামেরুন সফরকালে পোপ বলনে, কনডম ব্যবহারে এইচআইভি সংক্রমণ আরও বাড়বে। তবে এবার সে অবস্থান পাল্টে এইচআইভি/এইডস ঠেকাতে বিশেষ বিশেষ ক্ষেত্রে কনডম ব্যবহারকে সর্মথন দিলেন পোপ।

এইচআইভ/এইডসের ওপর জাতিসংঘ প্রকল্প (ইউএনএইডস) পোপের এ বক্তব্যকে ইতিবাচক পদক্ষপে হিসেবে উল্লেখ করেছেন।

ইউএনএইডসের নির্বাহী পরিচালক মাইকেল সিডিবি বলেন, "দায়ত্বিশীল যৌন আচরণ ও কনডম ব্যবহার এইচআইভি প্রতিরোধে গুরুত্বর্পূণ ভূমিকা রাখার বিষয়ে পোপের এ বক্তব্য স্বীকৃতি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ঘণ্টা, নভেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।