ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বসতি স্থাপন বন্ধ না হলে কোনো আলোচনা নয়: আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১০

কায়রো: ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন পূর্ব জেরুজালেমসহ সমগ্র ফিলিস্তিনে ইসরায়েল বসতি স্থাপন বন্ধ না করলে আলোচনায় টেবিলে ফিরে যাবেন না। রোববার মিশরের প্রেসিডেন্ট হোসনে মোবারাকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।



আব্বাস বলেন, জেরুজালেমসহ ফিলিস্তিনের সীমানায় ইসরায়েলের বসতি স্থাপনের কাজ বন্ধ না হলে আমরা কোনো আলোচনায় বসবো না। আলোচনায় বসতে হলে সকল বসতি স্থাপনের কাজ ইসরায়েলকে বন্ধ রাখতে হবে।

এদিকে গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি কিনটন ৯০ দিন বসতি স্থাপনের কাজ বন্ধ রাখতে ইসরায়েলি প্রধান মন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কাছে একটি প্যাকেজ প্রস্তাব দিয়েছেন। শান্তি আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র ওই প্রস্তাব দেয়। কিন্তু নেতানিয়াহু মার্কিন কর্তৃপক্ষের লিখিত প্রস্তাব ছাড়া এ বিষয়ে নিরাপত্তা কমিটিতে আলোচনা করতে রাজি হননি।

তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ক্রাউলি শুক্রবার বলেছেন ওয়াশিংটন লিখিত আকারে প্রস্তাব পাঠাতে প্রস্তুত রয়েছে।

এদিকে ইসরায়েলের হাজার হাজর ইহুদি তরুনরা বসতি স্থাপনের কাজ বন্ধের পরিকল্পনার বিরুদ্ধে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। এসময় মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে শ্লোগান দেন।

রাজনৈতিক এবং সামরিক সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্যাকেজ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইসরায়েল নতুন করে বসতি স্থাপন স্থগিত রাখার পরিকল্পনা করছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ঘণ্টা, নভেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।