ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০
নিউইয়র্কে যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ

নিউইয়র্ক: মস্কো গামী একটি যাত্রীবাহী বিমান নিউইয়র্কে জরুরি অবতরণ করেছে। যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় ২০৪ জন যাত্রী নিয়ে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।

বিমানের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বাম পাশের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় ডেল্টা এয়ার লাইনসের বোয়িং ৭৬৭ বিমানের পাইলট নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হন। বিমানবন্দরের বরাত দিয়ে কেন্দ্রীয় বিমানের প্রশাসনিক মুখপাত্র এ তথ্য জানান।

তবে অগ্নিকাণ্ডের কোনো তথ্য জানা যায়নি উল্লেখ করে মুখপাত্র হোলি ব্যাকার বলেন, ‘বিমানটি নিরাপদে অবতরণ করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ’

এদিকে বিমানের পাখায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর জরুরি বাহিনী বিমানবন্দরে ছুটে যায়।

কিন্তু স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বিমানটি নিরাপদে অবতরণ করে এবং বিমানের ১৯৩ জন যাত্রী এবং ১১ জন ক্রু সুস্থ্য আছেন বলে এয়ার লাইন সূত্রে জানাগেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।