ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারের নির্বাচনে ৭৭ ভাগ আসনে জান্তার সমর্থিত দল জয়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০
মিয়ানমারের নির্বাচনে ৭৭ ভাগ আসনে জান্তার সমর্থিত দল জয়ী

ইয়াঙ্গুন: মিয়ানমারের সাধারণ নির্বাচনে জান্তা সরকারের সমর্থিত দল ৭৭ ভাগ সংসদীয় আসনে জয় পেয়েছে। গণমাধ্যমের খবরে এতথ্য জানানো হয়েছে।



একহাজার ৯৬টি সংসদীয় আসনে ২০ বছর পর গত ৭ নভেম্বর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জান্তা সমর্থিত দ্য ইউনিয়ন সোলিডারেটি অ্যান্ড ডেভলোপমেন্ট পার্টি (ইউএসডিপি) সংসদের নিম্ন, উচ্চ এবং আঞ্চলিক ৮৪২ টি আসনে জয় পেয়েছে।

যদিও নির্বাচন কমিশন চূরান্ত ফলাফল প্রকাশ করেনি। তবে রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমে নির্বাচনের পর থেকে ক্রমাগতভাবে বিজয়ী আসনের তালিকা প্রকাশ করছে।

ওই তালিকা অনুযায়ী ন্যাশনাল ইউনাইটেড পার্টি দ্বিতীয় অবস্থানে রয়েছে। তারা ৫ দশমিক ৭ ভাগ আসনে জয় পেয়েছে।   তৃতীয় অবস্থানে আছে শ্যান ন্যাশনালিস্টিক ডেমোক্রেটিক পার্টি । তারা ৫ দশমিক ২ ভাগ এবং র‌্যাখাং ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টি ৩ দশমিক ২ ভাগ আসন পেয়েছে।

প্রধান বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভেঙ্গে গঠিত দ্য ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্স আছে ষষ্ঠ অবস্থানে। তারা পেয়েছে ১ দশমিক ৫ ভাগ আসন।

নির্বাচনের এক সপ্তাহ পর এনএলডির নেত্রী নোবেল বিজয়ী অং সান সু চি টানা সাত বছর গৃহবন্দী দশা থেকে মুক্তি পায়। নির্বাচনী আইনের মাধ্যমে সু চি এবং তার দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি সামরিক জান্তা।


বাংলাদেশ সময়: ১৬১২ঘণ্টা, নভেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।