ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে দু’টি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১০
ইরানে দু’টি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার

তেহরান: ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানীকারক দেশ ইরান দু’টি নতুন প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে। গতকাল সোমবার দেশটির তেল মন্ত্রী মাসুউদ মিরকাজেমি এ ঘোষণা দেন।



তিনি সাংবাদিকদের বলেন, ওই দুটি গ্যাসক্ষেত্র থেকে প্রায় ৮০০ বিলিয়ন ঘন মিটার গ্যাস পাওয়া যাবে।

তিনি আরো বলেন, “কিশ দ্বীপের কাছে পারস্য উপসাগরের ফোরোজ নামের গ্যাসক্ষেত্রে ৭০০ বিলিয়ন গ্যাস মজুদ রয়েছে। গ্যাসক্ষেত্রটি চালু হলে প্রতিদিন এখান থেকে ৭০ মিলিয়ন ঘন ফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। ”

মাসুউদ মিরকাজেমি জানান, দ্বিতীয় গ্যাসক্ষেত্রটি ইরানের উত্তরপূর্বাঞ্চলের প্রদেশ খোরাসান রাজাভিতে রয়েছে। এই গ্যাসক্ষেত্রে ৬২ দশমিক ৫ বিলিয়ন ঘন মিটার গ্যাস মজুদ রয়েছে।

পৃথিবীতে গ্যাস মজুদের বিবেচনায় রাশিয়ার পরেই ইরানের অবস্থান। পারস্য উপসাগরে সাউথ পার্স নামের একটি গ্যাসক্ষেত্রে প্রায় ১৪ ট্রিলিয়ন ঘন মিটার রয়েছে ইরানের, যা পৃথিবীর মোট মজুদের আট শতাংশ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২০৫ ঘণ্টা, ০৬ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।