ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিধসে নিহতদের স্মরণে শোক পালন করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০
ভূমিধসে নিহতদের স্মরণে শোক পালন করছে চীন

বেইজিং: জাতীয় পতাকা অর্ধনমিত রেখে এবং নাগরিক বিনোদন বাতিল করে রোববার চীনের জনগণ জাতীয় শোক দিবস পালন করছে।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে গানসু প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যার ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে ১২০০ মানুষের মৃত্যু হয়েছে।

নিহতদের স্মরণে পালিত হচ্ছে জাতীয় শোক।

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, স্থানীয় সময় সকাল ১০টায় নিহতদের স্মরণে তিন মিনিট নীরবতা পালন করা হয়। সকালে প্রায় ১০ হাজার মানুষ বেইজিং-এর তিয়ানানমেন স্কয়ারে জড়ো হন । উদ্ধারকর্মী ও চিকিৎসা কাজে নিয়োজিতরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে শোকসভায় যোগ দেন।

শোক দিবস উপলক্ষে সকল প্রকার নাগরিক বিনোদন, ছবি প্রদর্শন, অন লাইনে গেমস খেলাও বাতিল করা হয়েছে। চীনে দূতাবাসগুলোও শোক পালনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পতাকা অর্ধনমিত রেখেছে।

মধ্য রাতের পর চীনের ওয়েবসাইটের মূল পাতার রঙ সাদা কালো করে দেওয়া হয়েছে, একদিনের জন্য পত্রিকাগুলো রঙ বদল করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

উল্লেখ্য, ভূমিধসে শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ২৩৯ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫০৫ জন। বন্যার কারণে হাজার হাাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩৬ ঘণ্টা, আগষ্ট ১৫,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।