ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মাদক পাচারের অভিযোগে মালয়েশিয়ায় ব্রিটিশ নারী গ্রেপ্তার

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

কুয়ালালামপুর: মালয়েশিয়ায় মাদক পাচারের অভিযোগে ব্রিটিশ নারী এবং তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ার পুলিশ বৃহস্পতিবার জানায়, অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।



ব্রিটিশ শিভাউন ওরতন (৪০) এবং মালয়েশিয়ার নাগরিক আব্দুল হারিস ফাদিলাহ (৪৬) নামের ওই দম্পতিকে দুই সপ্তাহ আগে তেরেঙ্গানো প্রদেশের দক্ষিণাঞ্চলে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার হয়। তাদের কাছ থেকে ৭৫ হাজার রিংগিত মূল্যমানের হেরোইন এবং গাঁজা উদ্ধার করা হয়।

দেশের মাদক-বিরোধী অভিযানের প্রধাণ রুসলান ওয়াহিদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুধবার আদালতে পাঁচটি মাদক অভিযোগ আনা হয়েছে।

তিনি আরো বলেন, ‘মাদকপাচারের জন্য তারা আলাদাভাবে শাস্তি পাবে, এছাড়া অবৈধভাবে পাঁচটি তামাক গাছ লাগানোর জন্য যৌথভাবে শাস্তি দেওয়া হবে। মামলার পরবর্তী শুনানি ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে মালয়েশিয়ার আইন অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ’

এদিকে কুয়লালামপুরে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মালয়েশিয়ার কঠিন মাদক আইনে ওরতনের গ্রেপ্তার হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাইকমিশন তার কাছে কর্মকর্তা পাঠাবে। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩৬ ঘণ্টা , ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।