ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েল সংক্রান্ত দলিল প্রকাশ করতে আগ্রহী নয় পশ্চিমারা: অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
ইসরায়েল সংক্রান্ত দলিল প্রকাশ করতে আগ্রহী নয় পশ্চিমারা: অ্যাসাঞ্জ

মানামা: পশ্চিমা বিশ্বের দৈনিকগুলো ইসরায়েল বিষয়ে উইকিলিকসে ফাঁস হওয়া গোপন দলিল প্রকাশ করতে আগ্রহী খুব বেশি আগ্রহী নয়। দ্য গার্ডিয়ান, এল পাইস, লা মঁদ দৈনিকগুলোয় এ সংক্রান্ত দলিলের মাত্র দুই শতাংশ প্রকাশ করেছে।



কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কাছে দেওয়া সাক্ষাৎকারে উইকিলিকসের প্রতিষ্ঠাতা ও এডিটর-ইন-চিফ জুলিয়ান অ্যাসাঞ্জ এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইসরায়েলকে নিয়ে তিন হাজার সাতশ দলিল প্রকাশ করা হয়েছে আর এর মধ্যে দুই হাজার সাতশ দলিলের সূত্র ইসরায়েল নিজেই। ’

তবে অ্যাসাঞ্জ জানান, ইসরায়েলকে নিয়ে গোপন মার্কিন দলিল উইকলিকস প্রকাশ করবে। তিনি বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে আমাদের সূত্রের ওপর ভিত্তি করে এ সংক্রান্ত দলিল প্রকাশ করার ইচ্ছা রয়েছে। ’

তার সঙ্গে ইসরায়েলের যোগাযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, না ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো যোগযোগ নেই। তবে আমি নিশ্চিত অস্ট্রেলিয়া, সুইডেন ও সিআইএ-র মতো মোসাদ (ইসরায়েলের গোয়েন্দা সংস্থা) আমাদের তৎপরতা গভীরভাবে অনুসরণ করছে। ’

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।