ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইভরি কোস্ট বিষয়ে আফ্রিকার নেতাদের জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০
আইভরি কোস্ট বিষয়ে আফ্রিকার নেতাদের জরুরি বৈঠক

আবুজা: আইভরি কোস্টে চলমান সংকটের প্রেক্ষিতে শুক্রবার জরুরি আলোচনায় বসেছেন পশ্চিম আফ্রিকার নেতারা।

আইভরিকোস্টে জাতিসংঘের সেনা মোতায়েন রাখতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিরোধিতা করছেন লরেন্ত জিবাগবো ।

এরই সূত্র ধরে সৃষ্ট সংকট নিরসনের চেষ্টা চালাতে পশ্চিম আফ্রিকার জোট ইকোয়াস আইভরি কোস্টে তাদের বিশেষ সম্মেলন করবে এই মাসে।

আইভরি কোস্টকে এই জোট থেকে বহিস্কার এবং জিবাগবোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানানো হবে এ সম্মেলন থেকে। এটি ইকোয়াসের দ্বিতীয় সম্মেলন।

নাইজেরিয়ার রাজধানী আবুজায় অনুষ্ঠেয় সম্মেলনে আইভরি কোস্টের ওপর কিভাবে চাপ প্রয়োগ করা হবে সে ব্যাপারে মুখ খোলেননি আফ্রিকার নেতারা।

অপরদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে আইভরি কোস্টে জাতিসংঘের মিশন নিয়ে তারা বেশ কয়েকটি আফ্রিকান দেশের সঙ্গে আলোচনা করেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ০৯৫৯ ঘণ্টা, ২৪ ডিসেম্বর,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।