ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মাওবাদীদের সহায়তার অভিযোগ

বিনায়ক সেনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০
বিনায়ক সেনের যাবজ্জীবন

নয়াদিল্লি: মাওবাদীদের সহায়তার অভিযোগে ভারতের মানবাধিকার কর্মী ড. বিনায়ক সেনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। শুক্রবার ছত্তিশগড়ের রাজ্যের রায়পুর আদালত এ রায় দেন।



ঘটনাটি সারা বিশ্বে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাপী অনেক সমালোচনা ও প্রতিবাদ এসেছে।

রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাবস্থা তৈরির চেষ্টার অভিযোগে তিনি বছর আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেসময় তিনি ছত্তিশগড়ে এ প্রচেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে। এ অঞ্চলে মাওবাদী জঙ্গিদের আধিপত্য আছে।

রাষ্ট্রদ্রোহিতা ও বেআইনী তৎপরতার জন্য সেনসহ আরও দু’জনকে দোষী সাব্যস্ত করে রায়পুর আদালতের বিচারক এ রায় দেন।

বিচারকরা সেনের বিরুদ্ধে মাওবাদীদের নেটওয়ার্ক গড়ে তোলায় সাহায্য করাসহ এ বিদ্রোহী দলের নেতাদের সঙ্গে যোগযোগ রক্ষা ও ব্যবসায়ী হিসেবে কাজ করার অভিযোগের প্রমাণ পান।

শিশুরোগ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মী সেন গত বছর জামিনে মুক্তি পান এবং সব সময় নিজেকে নির্দোষ দাবি করেন। গ্রেপ্তারের পর তিনি বলেন, ‘আমি সব সময়ই মাওবাদীদের সহিংসতা এড়িয়ে চলেছি। এটা একটি অকেজো ও দুর্বল প্রচেষ্টা। ’

সেন ছত্তিশগড়ের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একটি স্বাস্থ্য কিনিক পরিচালনা ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন।

ভারতের আদিবাসী সম্প্রদায়গুলো সবচেয়ে দরিদ্র। দারিদ্র দূর করতে তারা মূলত মাওবাদী আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে থাকে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।