ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪১ জন নিহত

কাহার: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তরপশ্চিমের আদিবাসী অধ্যুষিত এলাকায় শনিবার এ ঘটনা ঘটে।

এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কাহারের খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলার এ ঘটনা ঘটে। এটি আইন শৃঙ্খলাহীন আদিবাসী অধ্যুষিত বাজায়ুর জেলার প্রধান শহর।

এলাকার প্রশাসনিক কর্মকর্তা সোহেল খান বলেন, ‘আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত ৪১ জন নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। ‘

স্থানীয় সরকারী হাসপাতালের প্রধান চিকিৎসক মোহাম্মদ হাফেজ নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। একইসঙ্গে এদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু আছেন বলেও জানান তিনি।

এদিকে হামলাকারী বিষয়ে বিভিন্ন ধরনের খবর পাওয়া যাচ্ছে। হামলাকারী একজন নারী ছিলেন বলে কিছু কর্মকর্তা জানালেও বোরকার আড়ালে কোনো পুরুষ এ হামলা চালিয়েছেন বলে অনেকে ধারণা করছেন।

কাহারের সহকারী প্রশাসক তারিক খান বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আত্মঘাতী হামলাকারী একজন নারী ছিলেন। ’

এদিকে হামলাকারী একজন নারী ছিলেন এবং নিরাপত্তাকর্মীদের তাকে পরীক্ষা করতে অস্বীকৃতি জানান বলে পুলিশ কর্মকর্তা মুবাশির খান ও মুনাসিব খান জানান। একইসঙ্গে বোমার বিস্ফোরণ ঘটানোর আগে তারা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়েন বলেও জানান তারা ।

ঘটনার পর পরই স্থানীয় প্রশাসন থেকে কাহারে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়। একইসঙ্গে নিরাপত্তা বাহিনী রাস্তায় টহল দেওয়াসহ এলাকায় অনুসন্ধান কাজ চলছে বলেও কর্মকর্তারা জানান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।