ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপে তুষারপাতে বিমান চলাচল বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০
ইউরোপে তুষারপাতে বিমান চলাচল বিপর্যস্ত

প্যারিস: বড়দিনের প্রাক্কালে শুক্রবার তুষারপাতে প্যারিস এয়ারপোর্টে হাজার হাজার বিমান যাত্রী আটকা পড়ে আছেন। কয়েক শ ফাইটের যাত্রা বাতিল করতে হয়েছে।



ইউরোপ জুড়ে তুষারপাত ও বরফ জমে যাওয়ার কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়। খবর বিবিসি, জিটিভি-র।

খবরে বলা হয়েছে, প্যারিসের রোইসি-শার্ল দ্য গল বিমানবন্দর  থেকে প্রায় ৪শ বিমানের যাত্রা বাতিল করতে হয়। এ ছাড়া বেলজিয়াম এবং জার্মানির পথঘাট বরফে ঢেকে যাওয়ায় অনেক গাড়ি আটকা পড়ে রয়েছে।

জানা গেছে, তুষারপাতের কারণে প্যারিস বিমানবন্দর থেকে প্রায় ২ হাজার লোকজনকে সরিয়ে নিতে হয়েছে। কারণ, এর আগে ২০০৪ সালের মে মাসে বিমানবন্দর স্থবির হয়ে পড়ায় ৪ জনের মৃত্যু হয়।

প্রচণ্ড ঠাণ্ডা বাতাসের কারণে ইউরোপের বিমান, রেল, সড়ক পথের হাজার হাজার যাত্রীকে বিমানবন্দর, ফেরি, ট্রেনসহ বিভিন্ন ব্যারাকে রাত কাটাতে হচ্ছে।

প্যারিস বিমানবন্দরের অপারেটর সংবাদমাধ্যমকে জানান, ‘উত্তর ইউরোপের আবহাওয়ার অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় সন্ধ্যার দিকে বেশ কিছু সংখ্যক বিমান গন্তব্যের উদ্দেশে রওয়ানা হয়ে গেছে।

তবে ফ্রান্সের জুনিয়র যোগাযোগমন্ত্রী থিয়েরি মারিয়ানি সাংবাদিকদের জানান, ‘দুর্ভাগ্যজনক হলেও অনেক মানুষকে রোইসি বিমানবন্দরে রাত কাটাতে হবে। কিন্তু, তাদের  সংখ্যা কত যে হবে, তা আমি জানি না, বলা সম্ভবও নয়। ’

এদিকে, বেলজিয়ামে সারা রাত ধরে ৪ থেকে ৮ ইঞ্চি পরিমাণ তুষারপাতের ঘটনা ঘটেছে। এ কারণে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে অনেক বাস-ট্যাক্সি রাস্তাঘাটে নামতে পারছে না। এ ছাড়া অনেক ফাইটের যাত্রা বিলম্বিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮:৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।