ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সেনাবাহিনীকে নাগরিকদের জন্য কাজ করার আহ্বান জানালেন ওয়াতারা

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০
সেনাবাহিনীকে নাগরিকদের জন্য কাজ করার আহ্বান জানালেন ওয়াতারা

আবিদজান: আইভরিকোস্টের সেনাবাহিনীকে নাগরিকদের রক্ষায় কাজ করার আহ্বান জানিয়েছেন আর্ন্তজাতিক স্বীকৃতিপ্রাপ্ত নেতা অ্যালাসেন ওয়াতারা। শুক্রবার তার প্রতিপক্ষ লরেন্ট বাগবোর ভাড়াটে সৈন্য হয়ে কাজ না করে সেনাবাহিনীকে বিদেশীদের হাত থেকে নাগরিকদের রক্ষায় ভূমিকা পালনের এ আহ্বান জানান তিনি।



তিনি বলেন, ‘একজন প্রধান সেনাকর্মকর্তা হিসেবে আমি সামরিক এবং নিরাপত্তা বাহিনীকে তাদের প্রজাতন্ত্রের কাজ অব্যাহতভাবে দেশের জন্য কাজ করার নির্দেশ দিচ্ছি। এছাড়া জঙ্গি, বিদেশী শত্রু যারা আইভরি কোস্টের নাগরিকদের রক্ত ঝরিয়েছে তাদের হাত থেকে দেশের লোকদের রক্ষা করার আহ্বান জানাচ্ছি। ’

আবিদজানের বিলাসবহুল রিসোর্টের গল্ফ হোটেলে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এসময় সেখানে ওয়াতারাসহ তার ছায়া সরকারের সব ব্যক্তিকে বিদ্রোহী বাগবোর নিরাপত্তা বাহিনীর হাত থেকে রক্ষা করতে জাতিসংঘ শান্তিরক্ষীবাহিনীর ৮০০ সদস্য উপস্থিত ছিলেন।    

উল্লেখ্য, গত মাসের রাষ্ট্রপতি নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায় ওয়াতারাকে জয়ী হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু ক্ষমতাসীন রাষ্ট্রপতি বাগবো তার কাছে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায়। একইসঙ্গে দেশের সামরিক ও নিরাপত্তা বাহিনীও (এফডিএস) বাগবোর অনুগত হিসেবেই কাজ করে যাচ্ছে।
 
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪৩ ঘণ্টা , ২৫ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।