ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে নিহত খনি শ্রমিকদের পরিবারের শোকাবহ বড়দিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০
নিউজিল্যান্ডে নিহত খনি শ্রমিকদের পরিবারের শোকাবহ বড়দিন

ওয়েলিংটন: নিউজিল্যান্ডে গত মাসে কয়লা খনি দুর্ঘটনায় নিহত ২৯ শ্রমিকের পরিবার শোকাবহ বড়দিন উদযাপন করছেন। শনিবার বড়দিন উপলক্ষে নিহত শ্রমিকদের পরিবারের কমপক্ষে ৬০ জন সদস্য শ্রমিকদের স্মরণে সেই খনি এলাকা পরিদর্শন করেন।



পাইক রিভার খনির কাছে উপস্থিত নিহত মাইকেলের পিতা বারনি মোঙ্ক আবেগাপ্লুত হয়ে বলেন,‘আমার ছেলে আমাদের ছেড়ে চলে গেছে।   পরিবারের একজনকে ছাড়া এটা কি ধরনের বড়দিন?’ প্রিয় সন্তানের মৃত্যুর ঘটনায় তার হৃদয় পুরোপুরি ভেঙ্গে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় মেয়র টনি ককশুর্ণ নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেন , ‘তারা তাই করছে বড়দিনে যা আমরা সবাই করতে চাই, আমরা এসময় সবাই একসঙ্গে থাকতে চাই। তারাও তাদের পরিবারের কাছাকাছি থাকতে চাচ্ছে। ’

দেশটির দক্ষিণ দ্বীপের পশ্চিম উপকূলের কয়লা খনিটি এখনও উদ্ধারকারী দলের ভেতরে প্রবেশের জন্য অত্যন্ত বিপদজনক। এর ফলে এক মাসের আগে মৃতদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছানো সম্ভব নয় বলে তাদের জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।