ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাওয়াইয়ের মার্কিন সেনাঘাঁটিতে ওবামা দম্পতি

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
হাওয়াইয়ের মার্কিন সেনাঘাঁটিতে ওবামা দম্পতি

কানিয়োহি: হাওয়াইয়ের মার্কিন সেনাঘাঁটি পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফাস্ট লেডি মিশেল ওবামা। যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের সঙ্গে বড়দিন উদযাপন উপলক্ষ্যে শনিবার এ ঘাঁটি পরিদর্শনে যান ওবামা দম্পতি।

 

কোনো ঘোষণা ছাড়াই স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিটে ঘাঁটিতে উপস্থিত হন ওবামা দম্পতি। এখানে তারা দেড় ঘন্টার মতো সময় কাটান। এসময় তারা নৌ কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন, ছবি তোলেন এবং বড়দিনের খাবার খান।

এর আগে ২০০৮ এবং ২০০৯ সালে বড়দিনের উৎসবেও এ ঘাঁটি পরিদর্শনে এসেছিলেন বারাক ওবামা ।

উল্লেখ্য, চলতি বছর ওহাইও দ্বীপের উত্তরপশ্চিমের কাইয়ুয়াতে বড়দিনের ছুটি কাটিয়েছেন প্রেসিডেন্টের পরিবার।

এর আগে শনিবার প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি দেশের সামরিক বাহিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মার্কিন জনগণের কাছে সেনাবাহিনীতে কর্মরত সকল কর্মীদের সহায়তা করার আহ্বান জানান ।

এসময় ওবামা স্ত্রী মিশেল ওবামার সঙ্গে এক যৌথ রেডিও ভাষণে বলেন, ‘যে সব কর্মীরা ছুটিতে ঘরে ফিরতে পারেনি বিশেষ করে যারা বিদেশে কর্মরত আছেন আজকের এই দিনে আমরা তাদেরকে স্মরণ করছি। ’

মিশেল ওবামা বলেন, ‘যে কেউ এই কর্মীদের জন্য প্রয়োজনীয় সব উপহার পাঠাতে পারেন। এটি হতে পারে প্রয়োজনীয় কোন জিনিস, প্রি-প্রেইড ফোন কার্ড অথবা শুধু সামান্য একটু ধন্যবাদ, যা সবচেয়ে প্রয়োজনীয় উপহার। ’

উল্লেখ্য, ২০০৯ সালের জানুয়ারীতে ক্ষমতা গ্রহনের পর আফগানিস্তানে এ পর্যন্ত তিন দফা সেনা সংখ্যা বাড়ান ওবামা। ফলে সেখানে বর্তমানে সেনা সংখ্যা এক লাখে পৌঁছেছে। একইসময়ে ইরাকে সেনা সংখ্যা কমিয়ে ৫০ হাজার করেন তিনি। একইসঙ্গে আগামী বছর দেশটি থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫৫ ঘণ্টা , ২৬ নভেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।