ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেয়ে থেকে ছেলে

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০
মেয়ে থেকে ছেলে

ইসলামাবাদ: সফল অস্ত্রোপচারের সাহায্যে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত করা হয়েছে পাকিস্তানের এক কিশোরীকে। তার শারীরিক গঠন ছেলেদের মত বলে চিকিৎসক উল্লেখ করার পর চলতি সপ্তাহে বুধবারে লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করা হয়।



আয়েশা (১৩) নামের এই কিশোরীর পেটে তীব্র ব্যাথা হওয়ায় তাকে পাঞ্জাব প্রদেশের হাফিজাবাদ জেলার সদর হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে আয়েশাকে পরীক্ষার পর তার শরীরিক গঠন ছেলেদের মত বলে ইউরোলজিস্ট জহুর আহমেদ জানান। তখন তিনি অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তনের পরামর্শ দেন।

এর পরিপ্রেক্ষিতে বুধবার অস্ত্রপচার করা হয় এবং লিঙ্গ পরিবর্তনের পর পরিবার থেকে তার নাম ওসমান রাখা হয়। দ্য এক্সপ্রেস ট্রিবিউন সূত্রে এসব তথ্য জানা যায়।  

চার বছরের বেশি সময় ধরে তার মেয়ে পেটের ব্যাথায় ভুগছিল বলে আয়েশা ওরফে ওসমানের বাবা ধারিওয়াল গ্রামের বাসিন্দা শরীফ জানান। তাকে বিভিন্ন আয়ুর্বেদীক চিকিৎসকের কাছে নেয়া হলেও কোন উন্নতি হয়নি বলেও জানান তিনি।

এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে শরীফ বলেন, ‘আরো একটি ছেলে সন্তান পেয়ে আমরা আনন্দিত। কারণ তিনটি মেয়ে সন্তানের দায়িত্ব আমার কাঁধে বোঝার মত চেপে বসেছিলো। ’

এ ঘটনার পর বর্তমানে শরীফের ছেলে সন্তান দু’টি ও মেয়ে সন্তানের সংখ্যা দু’টিতে দাঁড়ালো।

ওসমানের দুটি সফল অস্ত্রোপচার করা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে তৃতীয় আরেকটি অস্ত্রোপচার করতে হবে বলে আহমেদ জানান। এর মধ্য দিয়ে মূলত তার মুত্রনালী পুনর্গঠন করে পুনরুৎপাদনশীল অঙ্গ সঙ্গে সংযোগ স্থাপন করা হবে।

এ বিষয়ে আহমেদ বলেন, ‘এটি একটি দুলর্ভ ঘটনা। তবে পাকিস্তানে এধরনের ঘটনা এবারই প্রথম নয়। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭১৩ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।