ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেনটিনায় বড়দিনের উৎসবে আহত ১০০

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
আর্জেনটিনায় বড়দিনের উৎসবে আহত ১০০

বুয়েনস অ্যাইরেস: আর্জেটিনায় বড়দিনের উৎসব উদযাপনকালে আতশবাজীর আগুনে কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন। দেশটির হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানায়।



তবে এ সংখ্যা ২০০৯ সালের তুলনায় তিন শতাংশ কম বলেও জানা যায়।

অগ্নিদ্বগ্ধ প্রায় ডজনেরও বেশি ব্যক্তিকে বুয়েনস অ্যাইরেসের কোয়েরনাডো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর দ্বগ্ধ ১১ বছরের একটি ছেলে আছে বলে চিকিৎসক মিরিয়াম মিনো জানান।

এছাড়াও দেশটির সান্তা লুসিয়া চক্ষু হাসপাতালে ৫০ জন এবং পেদ্রো ল্যাগলেইজে চক্ষু হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে অনেকে গুরুতর আহত এবং কয়েকজনের অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও চিকিৎসক সূত্রে জানা যায়।

এদিকে রাজধানীর ৩০০ কিলোমিটার উত্তরের রোসারিওতে আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানা যায়।
 
বাংলাদেশ স্থানীয় সময়: ১২১৫ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।