ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্টের জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্টের জীবনাবসান

কারাকাস: ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট কার্লোস আন্দ্রেস পেরেজ শনিবার মিয়ামিতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

তার আত্মীয়-স্বজন গণমাধ্যমের কাছে এ তথ্য জানায়। খবর এএফপির।

তার মেয়ে মারিয়া ফ্রান্সিয়া পেরেজ গ্লোবোভিশন টেলিভশনকে বলেন, অনাকাক্সিক্ষতভাবে গ্রিনিচ সময় ১৮৪১টায় তার পিতা মৃত্যু হয়।

ভেনিজুয়েলার এই বামপন্থীনেতা দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ১৯৭৪-৭৯ ও ১৯৮৯-৯৩ এই দুই মেয়াদকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। ১৯৯৯ সালে তিনি চিরতরে দেশ ছেড়ে চলে যান।

পেরেজের দ্বিতীয় মেয়াদের শাসনের সময় বর্তমান প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন। শ্যাভেজ সেসময় একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেন।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।