ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪

নয়াদিল্লি: ভারতের উত্তরাঞ্চলে একটি মিনিবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শনিবার ৩৪ জন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছেন। বাসটি একটি অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান শেষে ফিরছিল।



সংবাদ মাধ্যম ট্রাস্ট অফ ইন্ডিয়া স্থানীয় জেলা মেজিস্ট্রেট অমিত  গুপ্তের বরাত দিয়ে জানিয়েছে, দিল্লির দক্ষিণাঞ্চলের উত্তর প্রদেশের নিকটবর্তী শহর বাদওয়ানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছেন।  

উল্লেখ্য, বিশ্বের সর্বোচ্চ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটে ভারতে। ওয়ার্ল্ড হেলথ ওরগানাইজেশনের মতে দ্রুত গতিতে ও অসতর্কভাবে গাড়ি চালানো, অনুন্নত রাস্তা, গাড়ির অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণই এসব দুর্ঘটনার কারণ।

বাংলাদেশ স্থানীয় সময়: ০৯৫৬ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।