ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০১৫ সালের মধ্যে বেইজিংকে ধূমপান মুক্ত করার প্রচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
২০১৫ সালের মধ্যে বেইজিংকে ধূমপান মুক্ত করার প্রচেষ্টা

বেইজিং: জনসমাগমপূর্ণ ভবনের অভ্যন্তরণসহ কর্মক্ষেত্র ও সব জনপরিবহনকে ধূমপান মুক্ত করার চেষ্টা চালাচ্ছে বেইজিং’র কর্তৃপক্ষ। ২০১৫ সালের মধ্যে এর বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানা যায়।

খবর আইএএনএস’র।

হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, থিয়েটার, জাদুঘর, খেলার মাঠসহ সব সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান এবং জনপরিবহনে ধূমপান নিষিদ্ধ করা হচ্ছে। পৌর স্বাস্থ্য ব্যুরোর মুখপাত্র মাও ইয়ু এ তথ্য জানান।    

তিনি বলেন, ‘বিদ্যমান ধূমপান নিয়ন্ত্রণ আইন আরো উন্নত করা প্রয়োজন। ’

২০০৮ সালে বেইজিং অলেম্পিককে সামনে রেখে পৌর সরকার উক্ত স্থানগুলোতে ধূমপান নিষিদ্ধ করে। তবে এতোদিন এই আইন জোড়ালোভাবে প্রয়োগ করা হয়নি বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়।

উল্লেখ্য, চীনে বর্তমানে ৩ কোটি ৫০ লাখ ধূমপায়ী আছে, যা বিশ্বের মোট ধূমপায়ীর সংখ্যার এক তৃতীংয়াশ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।