ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় সুনামীতে নিহতদের স্মরণ

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
শ্রীলঙ্কায় সুনামীতে নিহতদের স্মরণ

কলম্বো: শ্রীলঙ্কায় ছয় বছর আগে আঘাত হেনেছিল ভয়ঙ্কর সুনামী। এতে ৪০ হাজারেরও বেশি লোক নিহত হন।

এই সুনামীর ষষ্ঠ বার্ষিকীতে নানারকম ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার নিহতদের স্মরণ করছে শ্রীলঙ্কা।

স্থানীয় সময় নয়টা ২৫ মিনিট এবং আর্ন্তজাতিক সময় তিনটা ৫৫ মিনিটে নিহতদের স্মরণে সারাদেশ দুই মিনিট নিরবতা পালন করা হয়। ছয় বছর আগের এই সময়ে দেশটির পূর্ব উপকূলে প্রথম টেউটি আঘাত হেনেছিলো।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৬ ডিসেম্বর শ্রীলঙ্কার বেশিরভাগ উপকূলীয় অঞ্চলে সুনামী আঘাত হানে। এতে এক লাখ ঘরবাড়ি ধ্বংস হয়, গৃহহীন হন প্রায় দশ লাখ মানুষ।

সুনামীর ষষ্ঠ বার্ষিকী উপলক্ষ্যে সরকার উত্তরাঞ্চলীয় শহর জাফনাতে জাতীয় নিরাপত্তা দিবস পালন করছে। একইসময় দক্ষিণ এবং পশ্চিমের উপকূলীয় এলাকায় ধর্মীয় অনুষ্ঠান পালন করা হচ্ছে।

এদিকে দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চলের রেললাইনে সুনামীর আঘাত এক হাজার ৭০০ যাত্রী নিহত হন। তাদের স্মরণে একটি ট্রেন ওই অঞ্চলে প্রতীকী ‘সফর’ করে।  

সুনামীর পর শ্রীলঙ্কা সরকার দেশব্যাপী ৫০টি সুনামী সতর্কতা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫১ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।