ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিপি’র তেলের মঞ্চ ত্রুটিপূর্ণ ছিল: তদন্ত ফলাফল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
বিপি’র তেলের মঞ্চ ত্রুটিপূর্ণ ছিল: তদন্ত ফলাফল

ওয়াশিংটন: মেক্সিকো উপসাগরে ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) তেল উত্তোলন মঞ্চ রক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিলো। এটাই ২০ এপ্রিল তেল মঞ্চ বিস্ফোরণের জন্য দায়ী বলে দাবি করেছে দি নিউইয়র্ক টাইমস।

রোববার সংবাদপত্রটি তার নিজস্ব তদন্ত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

ডিপওয়াটার হরিজন নামের ওই তেল মঞ্চ বিস্ফোরিত হয়ে ১১ শ্রমিক নিহত হন।   আর যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেখা দেয় সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়।  

সংবাদপত্রের তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই তেলের মঞ্চের কয়েক স্থানে যথাযথ ব্যবস্থা নেওয়া হলেও সেগুলো কার্যকর ছিলোনা। এছাড়া এর মধ্যে কয়েকটি অনেক বিলম্বে সক্রিয় হলেও বেশ কয়েকটি জায়গায় কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।

এছাড়াও যোগযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়া, সতর্কবার্তা না পাঠানো এবং সংকটপূর্ণ এলাকায় দলের সদস্যরা একে অপরের সঙ্গে সমন্বয় করতে ব্যর্থ হন বলেও প্রতিবেদনে জানানো হয়।  

একইসঙ্গে টানা নয় মিনিট শ্রমিকরা বিস্ফোরণ ঠোকনোর জন্য কাজ করে গেলেও অন্য শ্রমিকদের এ বিষয়ে সতর্ক করা হয়নি।

আর এ বিস্ফোরণের কারণেই প্রথম দুর্ঘটনাটি ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।