ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিসরে বাস দুর্ঘটনা: আট মার্কিন নাগরিক নিহত

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

কায়রো: মিসরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আট মার্কিন পর্যটক নিহত এবং ২১ জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের আসওয়ান শহরে এ দুর্ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ রোববার জানায়।



বাসটি ৩৭ জন পর্যটক নিয়ে যুক্তরাষ্ট্র থেকে মিসরের প্রাচীন মন্দির আবু সিম্বেলে যাওয়ার সময় মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থাটি এ তথ্য জানায়।

নিহতদের মধ্যে ছয়জন নারী আছেন বলে জানা যায়। এছাড়াও এ দুর্ঘটনায় বাসচালকসহ একজন পর্যটক গাইড আহত হন বলে ওই বার্তাসংস্থা জানিয়েছে।

তবে দুর্ঘটনাটির সময় সম্পর্কে বার্তাসংস্থাটি নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৩৮ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।