ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি বাদশাহর স্বাস্থ্যোন্নতি: ওবামার অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০
সৌদি বাদশাহর স্বাস্থ্যোন্নতি: ওবামার অভিনন্দন

হোনুলুলু: সৌদি বাদশাহ আবদুল্লাহর শারীরিক উন্নতির জন্য অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার তিনি ছুটিতে থাকা হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে এ অভিনন্দন জানান।

খবর এএফপির।

গত ২২ নভেম্বর ৮৬ বছর বয়সী বাদশাহ আবদুল্লাহ নিউইয়র্কের হাসপাতালে ভর্তি হন। এর দুইদিন পর সেখানে তার হার্নিয়াসংক্রান্ত অস্ত্রপচার হয়।

প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘সম্পূর্ণ আরোগ্যের জন্য তার শুভ কামনা করছি এবং অভিনন্দন জানাচ্ছি। ’। হোয়াইট হাউস থেকে একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বাদশাহর দুটি অস্ত্রপচার সম্পন্ন হয়। এর মধ্যে দ্বিতীয়টিতে মেরুদন্ডের কয়েকটি হাড় জোড়া দেওয়া হয়। এটা সফলভাবে শেষ হয়। তবে অস্ত্রপচার নিয়ে বাদশাহর কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক খবর জানানো হয়নি।

মঙ্গলবার সৌদি টেলিভিশনে বাদশাহ আবদুল্লাহ ও স্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ আল রাবিহকে পাশাপাশি দেখা গেছে। এসময় তারা কষ্টে হাঁটছিলেন।

বাদশাহ আবদুল্লাহ কবে দেশে ফিরবেন এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

বাদশাহর বয়স ও তার হার্নিয়ার সমস্যা বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানীকারীকে নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ১৯৩২ সাল থেকে আল সৌদ পরিবার তেল রপ্তানী করে আসছে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।