ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনে বোমা হামলার ষড়যন্ত্র

৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০
৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

লন্ডন: ব্রিটেনে পুলিশি অভিযানে আটক নয়জনের বিরুদ্ধে বোমা বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে।

খবর এএফপির।

এক বা একাধিক বোমা হামলা পরিকল্পনার অভিযোগে সোমবার নয়জনকে লন্ডনের আদালতে হাজির করা হবে। গত ২০ ডিসেম্বর ইংল্যান্ড এবং ওয়েলসে সন্ত্রাসবিরোধী অভিযানে ব্রিটেন পুলিশ তাদের গ্রেপ্তার করে।

উল্লেখ্য, চলতি বছরের ১ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে এক বা একাধিক বিস্ফোরণ পরিকল্পনার অভিযোগে এই নয়জনকে আটক করা হয়। পুলিশ জীবন এবং সম্পদের জন্য বিপদজনক এই প্রেক্ষিতে  তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

ব্রিটেন পুলিশ একটি বিবৃতিতে আরও জানায় ডাউনলোড করা বিভিন্ন গবেষণাপত্র এবং তথ্যের ওপর হামলা করা নিয়েও তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের বিশ তারিখে প্রায় এক ডজন ১৭ থেকে ২৮ বছর বয়সী তরুণকে ইংল্যান্ড এবং ওয়েলসে সন্ত্রাস বিরোধী অভিযান চলাকালে গ্রেপ্তার করা হয়। এদিকে, চলতি বছরের শুরুতে সন্ত্রাসী হুমকির কারণে ব্রিটেনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৩২ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।