ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রবল তুষারঝড়: দুই সহস্রাধিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০
যুক্তরাষ্ট্রে প্রবল তুষারঝড়: দুই সহস্রাধিক ফ্লাইট বাতিল

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম উপকূলে প্রবল তুষারঝড়ে দুই সহস্রাধিক ফ্লাইট বাতিলসহ রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর বিবিসি ও ফক্সনিউজের।



শীতকালীন ঝড়ে নিউইয়র্কের বিমানবন্দর হয়ে বন্ধ যায়। সেখানে বড়দিন-পরবর্তী ভ্রমণে হাজার হাজার যাত্রী আটকে পড়ে।

আবহাওয়াবিদরা পূর্বাভাস করেছে, নিউইয়র্কের বিভিন্ন অঞ্চলে ও নিউজার্সিতে সোমবার ১২ থেকে ২০ ইঞ্চি তুষারপাত হবে। এরইমধ্যে রোববার রাতে ব্রুকলিন ও জার্সি সমুদ্রোপকূলসহ বেশ কিছু অঞ্চলে ১৮ ইঞ্চি তুষারপাত হয়েছে।

ম্যাসাচুসেটস, মাইন, মেরিল্যান্ড, নিউজার্সি, নর্থ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে ওয়াশিংটনে ডিসিতে মনে হচ্ছে তুষারঝড় হবে না, এখানে স্বল্পমাত্রার তুষারঝড়ের পূর্বাভাস করা হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য জর্জিয়া ও সাউথ ক্যারোলিনা এক শতকের মধ্যে এই প্রথম তুষারশুভ্র ক্রিসমাস উদযাপন করেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, নিউইয়র্কের দক্ষিণ-পশ্চিমের লং আইল্যান্ডে নিম্নচাপের কারণে ভয়াবহ তুষারঝড়ের ঘটনা ঘটছে।

আবহাওয়া দপ্তর আরও জানায়, ভয়াবহ তুষারঝড় অন্তত ঘণ্টায় ৫৫ কিলোমিটার গতিতে নিউজার্সি, নিউইয়র্ক সিটি ও পশ্চিমাঞ্চলীয় লং আইল্যান্ডে আঘাত হেনেছে।

উত্তরাঞ্চলীয় মধ্য আটলান্টিক অঙ্গরাজ্যগুলোয় এখনো সতর্কতা জারি আদেশ বহাল আছে।

এদিকে, কানাডার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারাও ঝড়ের মুখোমুখি হচ্ছে।

বড়দিনের আনন্দের সময়ে ভয়াবহ তুষারঝড়ে কয়েক হাজার ফ্লাইট আটকে পড়েছে। কেনাকাটা ও কাজে যোগদান ব্যাহত হয়েছে।

সোমবার সকালে নিউইয়র্ক-জেএফসি ও নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে কোনো বিমান চলাচল করেনি। এছাড়া যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম এবং ওয়াশিংটন, বাল্টিমোর ও শিকাগোর বিমানবন্দরগুলোর ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানচলাচল সংস্থা ডেল্টার মুখপাত্র কেন্ট ল্যান্ডার্স বলেন, তারা আশা করছেন মঙ্গলবার সকালেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বিমান চলাচল শুরু হবে।

বিভিন্ন এয়ারলাইনসের বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা:

  • ডেল্টা এয়ারলাইনস: ৮৫০টি ফ্লাইট
  • কন্টিনেন্টাল এয়ারলাইনস: ২৬৫টি ফ্লাইট
  • ইউনাইটেড এয়ারলাইনস: ১১০টি ফ্লাইট
  • ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে তাদের বহু ফ্লাইট বাতিল করেছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।