ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে চালকবিহীন মার্কিন বিমান হামলায় ১৮ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০

মিরানশাহ: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াজিরিস্তিনের আদিবাসী অঞ্চলে সোমবার মার্কিন বিমান হামলায় ১৮ জঙ্গি নিহত হয়েছেন। তাদের বহনকারী গাড়িটিও ধ্বংস হয়ে গেছে বলে স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে।

খবর এএফপির।

আফগানিস্তান সীমান্তবর্তী ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহের ২৫ কিলোমিটার পূর্বাঞ্চলে মির আলি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় একজন উর্ধŸতন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটা ড্রোন (চালকবিহীন বিমান) হামলা। জঙ্গি বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে ১৮ জঙ্গি নিহত হয়েছে। ’

অপর কর্মকর্তা হামলার ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, চালকবিহীন বিমান থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

উল্লেখ্য, আফগান সীমান্তে পাখতুনখোয়া প্রদেশে আল-কায়েদার জঙ্গিদের বিশাল নেটওয়ার্কের সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাও জড়িত বলে অভিযোগ রয়েছে।

এর আগে, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত এ ধরনের মোট ২০০টি বিমান হামলায় জঙ্গিদের ১৮০০ জনের বেশি জঙ্গি নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।