ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্টারনেট অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০

কাঠমাণ্ডু: অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ করার জন্য সোমবার ইন্টারনেট ক্যাফেটেরিয়াকে এর ব্যবহারকারীদের পরিচয়পত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে নেপাল পুলিশ ।

উল্লেখ্য, নেপালের রাজধানী কাঠমা-ুতে কয়েক বছরে অপহরণের হার অনেক বেড়ে গেছে।

পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা এবং ক্রমবর্ধমান দুর্নীতির কারণে নিরাপত্তাহীনতাও বাড়ছে।

পুলিশ জানায়, অনেক ব্যবসায়ী ইন্টারনেট ক্যাফে থেকে ই-মেইলে হুমকি পাচ্ছেন এমন তথ্যের ভিত্তিতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।

কাঠমাণ্ডু পুলিশের উপ-পরিচালক রানা বাহাদুর চান্দ এএফপিকে জানান, ‘আমরা তদন্ত করে দেখেছি যে, অপরাধীরা ভুয়া ই-মেইল ব্যবহার করে টাকা দাবি করে। এ কাজে ভুয়া ছবিও ব্যবহার করা হয়। ’

এই নির্দেশের ফলে ইন্টারনেট ক্যাফের খদ্দেরকে তাদের নাম, ঠিকানাসহ যোগাযোগের বিস্তারিত তথ্য দিতে হবে। এই ব্যবস্থা ভারতের আইনের সঙ্গে মিল রেখে করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।