ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি কারাগারে ইরানের সাবেক মন্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০
ইসরায়েলি কারাগারে ইরানের সাবেক মন্ত্রীর মৃত্যু

তেহরান: চার বছর আগে অপহৃত ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলি রেজা আসগরি ইসরায়েলের একটি কারাগারে মারা গেছেন। ইরানের মধ্যপ্রাচ্য বিষয়ক উপ-প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার এ তথ্য জানান।

খবর তেহরান টাইমসের।

দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ রউফ শেইবানি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। ইহুদি শাসনের এ ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি আন্তর্জাদিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

শেইবানি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় আসগরিকে অপহরণ করা হয়েছিল। এটি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি মূর্ত উদাহারণ।

উল্লেখ্য, ২০০৬ সালে ৬ ডিসেম্বর মোসাদের প্রতিনিধিরা তুরস্ক থেকে আলি রেজা আসগরিকে অপহরণ করে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।