ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নকশালরা শক্তিশালী হচ্ছে: ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০
নকশালরা শক্তিশালী হচ্ছে: ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নাগপুর: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রি পি চিদাম্বরম মঙ্গলবার স্বীকার করেছেন, নকশালরা শক্তি বৃদ্ধি করে সহিংসতা সৃষ্টি করার জন্য তৈরি হচ্ছে। খবর পিটিআই’র।



নকশাল অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত গাদচিরোলিতে একদিনের সফরকালে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নকশালরা তাদের পছন্দমত জায়গা এবং সময়ানুযায়ী সহিংসতা সৃষ্টি করার জন্য সংঘবদ্ধ হচ্ছে। এজন্য নকশালরা অভিযান চালাতে পারে এমন সব রাস্তা এবং সেতুতে নিরাপত্তা সংস্থার সার্বক্ষণিক সতর্কতা রাখা প্রয়োজন।

এদিকে, চিদাম্বরমই প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রি যিনি ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশের জেলা গাদচিরোলি পরিদর্শন করলেন।

এখানে তিনি সকালে মহারাষ্ট্রের প্রধানমন্ত্রী আর আর পাতিল, পুলিশের মহাপরিচালক ডি শিবানন্দ, রাজস্ব বিভাগের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন।

এদিকে, তার এই বৈঠকের সমালোচনা করে ডেপুটি কালেক্টর রাজেন্দ্র কানফাড়ে বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে করা আলোচনা কোনো ফলাফল বয়ে আনবে না।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।