ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে এক অস্ট্রেলীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, জুলাই ১০, ২০১০
আফগানিস্তানে এক অস্ট্রেলীয় সেনা নিহত

সিডনি: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে টহল বিস্ফোরণে দেওয়ার সময় অস্ট্রেলিয়ার এক সেনা নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী জন ফকনার জানিয়েছেন, এই নিয়ে আফগানিস্তানে অস্ট্রেলিয়ার ১৭ জন সেনা হলো।

 

ফকনার জানিয়েছেন শুক্রবার মধ্যরাতের পর  আফগানিস্তানের শোরা ভ্যালির উরুজগান প্রদেশে টহল দেওয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ২৩ বছর বয়সী এক সেনা নিহত এবং একজন আহত হয়েছেন।

তিনি বলেন, অস্ট্রেলিয়া আফগানিস্তানে তার সেরা ১৭ জন সেনাকে হারিয়েছে। ’

একমাসেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানে অস্ট্রেলিয়ার ৬ জন সৈন্য নিহত হয়েছেন। এরমধ্যে জুন মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। আর ২০০১ সাল থেকে এ পর্যন্ত ১৪৩ জন অস্ট্রেলীয় সেনা আহত হয়েছেন।

উল্লেখ্য, উরুজগান প্রদেশে অস্ট্রেলিয়ার এক হাজার ৫০০ জন সেনা মোতায়েন রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৫০ ঘন্টা, ১০ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।