ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এথেন্সে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০
এথেন্সে বোমা বিস্ফোরণ

এথেন্স: গ্রিসের রাজধানী এথেন্সের একটি আদালতের বাইরে বৃহস্পতিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।



বিস্ফোরণের একটি সতর্ক বার্তার মাধ্যমে পুলিশ ওই স্থানটি থেকে মানুষকে সরিয়ে নিতে সক্ষম হয়।

টেলিভিশন ফুটেজে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আদালত ভবনের বেশ কয়েকটি জানালার ভেঙে যায়।

টেলিফোন বুথের স্থানীয় একজন মালিক অলন্টার টেলিভিশনকে বলেন, ‘এটা বেশ জোরালে বিস্ফোরণ ছিল। ’ বিস্ফোরণের ৪০ মিনিট আগেই ওই টেলিভিশন কর্তৃপক্ষকে ফোন করে এ বিষয়ে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।