ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘের ঘোষণা

২০১১: আফ্রিকান বংশোদ্ভূতদের আন্তর্জাতিক বছর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০
২০১১: আফ্রিকান বংশোদ্ভূতদের আন্তর্জাতিক বছর

নিউইয়র্ক: আফ্রিকান বংশোদ্ভূতদের আন্তর্জাতিক বছর হিসেবে ২০১১ সালকে ঘোষণা করেছে জাতিসংঘ। গত ১২ দিন ধরে আলোচনা-পর্যালোচনা শেষে জাতিসংঘ এ সিদ্ধান্ত নিয়েছে।



এ বিষয়ে বান কি-মুন বলেন, ‘বর্ণবাদের শিকার আফ্রিকান বংশোদ্ভূত মানুষের সমাজ থেকে বৈষম্য নির্মূল করে সেসব মানুষের প্রতি রাজনৈতিক অঙ্গীকার জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী মানসম্মত স্বাস্থ্য, শিক্ষাও তাদের দেওয়া হবে। এছাড়া পৃথিবীর বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করাও উদ্যোগের লক্ষ্য। ’

তিনি আরও বলেন, ‘পুরো একটি সম্প্রদায়কে শুধু তাদের গায়ের রঙের জন্য প্রান্তিক সীমায় ঠেলে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই মেনে নিতে পারে না। ’

আফ্রিকান বংশোদ্ভূতদের আন্তর্জাতিক বছর উদযাপন মূলত জনসংখ্যার গুরুত্বপূর্ণ অংশের বিরুদ্ধে বৈষম্যের প্রভাব বিষয়ে বিশ্বের মনোযোগ আকর্ষণ করা একটি উপলক্ষ্য।

এক্ষেত্রে জাতিসংঘের হস্তক্ষেপ অপ্রয়োজনীয় বলে অনেকে ধারণা করেন। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এসব সরকারের ওপর আমরা কিভাবে আস্থা রাখতে পারি যারা জাতিগত বিদ্বেষ-বিরোধী নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট আর্থিক সমর্থন দিতে অস্বীকৃতি জানায়?’

মহাসচিব বলেন, এ নিয়ে বিভিন্ন সরকার ও সমাজের জাতিগত বৈষম্যের অভ্যন্তরীণ এজেন্ডা নিয়ে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।