ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০১১ সালে সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০
২০১১ সালে সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী

লন্ডন: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শুক্রবার নতুন বছরের বার্তায় ২০১১ সালে ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। খবর এএফপির।



ক্যামেরন দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, ব্রিটেন সন্ত্রাস দমনে ২০১১ সালে আগের অবস্থানে চলে যাবে।

তিনি বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই আমরা আন্তর্জাতিক সন্ত্রাসের হুমকির মুখোমুখি। অন্য যে কোনো সময়ের চেয়ে এই হুমকি এখন অনেক বেশি। আমরা আমাদের মূল্যবোধ এবং জীবনপ্রণালীকে ওই সব হুমকির বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করব। ’

তিনি আরও বলেন, ‘আমাদের নিজেদের জিজ্ঞেস করা উচিত, একটি দেশ হিসেবে কিভাবে আমাদের সংস্কৃতিতে বিষ প্রয়োগ করা হচ্ছে এবং তরুণ ব্রিটিশ মুসলিমদের বর্বরতার দিকে ধাবিত করা হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ মুসলিম যারা জঙ্গিদের ঘৃণা করে তাদেরও এই প্রশ্নের সমাধানে আমাদের সাহায্য করতে হবে। ‘

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি আমাদের সমস্যাগুলো বের করে আমাদের সুযোগগুলো কাজে লাগাতে পারি তবে নতুন দশকে আন্তর্জাতিক সফলতার গল্প তৈরি করতে পারব। আগত ২০১১ হবে একটি কঠিন বছর যেহেতু আমরা অনেক কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করব। ’

ক্যামেরন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘আমরা সবাই একসঙ্গে ২০১১ সালকে ব্রিটেনের স্বরূপে ফেরার বছর হিসেবে তৈরি করব। ’

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১০
টিবিএস/ আরআর





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।