ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিটি ব্যাংকের অর্থ প্রতারণার অভিযোগে ভারতীয় কর্মকর্তা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০
সিটি ব্যাংকের অর্থ প্রতারণার অভিযোগে ভারতীয় কর্মকর্তা গ্রেপ্তার

নয়াদিল্লি: আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠান সিটি ব্যাংকের ৩০০ কোটি রুপি প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার সিটি ব্যাংকের এক ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে নয়াদিল্লির পুলিশ। খবর এএফপি ও আইএএনএসের।



শিবরাজ পুরি (৩২) নামক ওই ব্যক্তির গ্রেপ্তারের একদিন আগে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছিল বলে জানা গেছে।

নয়াদিল্লির গুরগাঁও শাখার বৈশ্বিক সিটি ব্যাংকের শাখায় তিনি কর্মরত ছিলেন। লগ্নিকারীদের দ্রুত, দ্বিগুণ সুদ এবং ভুয়া অর্থনৈতিক ব্যবস্থাপত্রের কথা বলে প্রতারণা করেন তিনি।

চলতি মাসের শুরুতে একজন গ্রাহক ব্যাংক ব্যবস্থাপককে ব্যাপারটা কথা জানালে পুরির প্রতারণার ব্যাপারটি ধরা পড়ে যায়।

সিটি ব্যাংকের পুলিশ ফাইল থেকে জানা যায়, ওই ব্যাংক থেকে ২০০৯ সালের অক্টোবর মাস থেকে সন্দেহজনকভাবে অর্থ সরানোর ঘটনা ঘটেছে। এ অর্থ তিনি আত্মীয়স্বজনের অ্যাকাউন্টে পাচার করতেন বলেও অভিযোগ রয়েছে।

ভারতের একটি সংবাদপত্রের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। পরবর্তীতে তিনি আদালতে আপিল করবেন বলে আশা করছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।