ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যাদুর্গত এলাকায় জুলিয়া গিলার্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০
বন্যাদুর্গত এলাকায় জুলিয়া গিলার্ড

বুন্ডাবার্গ: অস্ট্রেলিয়ার বন্যাদুর্গত অঞ্চলগুলো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ বন্যায় হাজার হাজার মানুষ গৃহহীন হন এবং আরও হাজার হাজার বাড়ি ঝুঁকির মধ্যে পড়ে।



রকহ্যাম্পটনে যাওয়ার আগে শুক্রবার বন্যা প্লাবিত অঞ্চল বুন্ডাবার্গ পরিদর্শন করেন গিলার্ড। বন্যার কারণে এ অঞ্চলের চার হাজার বাসিন্দা বর্তমানে চরম বিপদের মধ্যে আছেন।

তবে বুন্ডাবার্গে নদীর পানি কমে যাওয়ায় এলাকার পানি দ্রুত সরে যাচ্ছে। ফলে বন্যা কবলিত বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে বলে গিলার্ডকে জানানো হয়।    

জরুরী বিভাগের সঙ্গে বৈঠকে বসার আগে গিলার্ড বলেন, ‘যা ধারণা করা হয়েছিলো তার আগেই পানি সরে যাওয়া আনন্দের সংবাদ। ’

এদিকে প্রধানমন্ত্রী ইমির‌্যাল্ড পরিদর্শনে যাবেন বলেও আশা করা হচ্ছে। এগারো হাজার বাসিন্দার এ শহরটির প্রায় ৮০ শতাংশ কাঁদায় ডুবে গেছে। এরইমধ্যে শহরের ১ হাজার ২০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানান।

তবে কিছু এলাকায় আরও ১০ দিন পর্যন্ত বন্যার পানি থাকবে এবং ত্রাণ ও উদ্ধার তৎপরতা আরও বেশ কয়েক সপ্তাহ চলবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এ বিপর্যয়ের কারণে দেশটির কয়েক কোটি ডলার ব্যয় হবে বলেও ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।