ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উইকিলিকসের ঘটনা থেকে ব্রিটিশ সরকারের সচেতনতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০
উইকিলিকসের ঘটনা থেকে ব্রিটিশ সরকারের সচেতনতা

লন্ডন: ব্রিটেনের স্বাধীন তথ্য পর্যবেক্ষক (ওয়াচডগ) শুক্রবার মন্ত্রীদের সচেতন করে জানিয়েছে যে, উইকিলিকসের প্রকাশ থেকে বোঝা যায় যে, এটি কখনোই প্রমাণ করতে পারবে না এটা বেসরকারি ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

তথ্য কমিশনার ক্রিস্টোফার গ্রাহাম বলেছেন, মন্ত্রীদের সতর্ক হওয়া উচিত যে জনগণ যে কোনো সরকারি পর্যায়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করতে পারে।



তিনি আরও বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে মনে করি যে, তথ্য প্রকাশিত হওয়া উচিত। একটি তথ্য প্রকাশের পর সেটি আর উইকিলিকসের থাকে না। আমি সরকার এবং কর্তৃপক্ষকে এ ব্যাপারে সতর্ক হবার পরামর্শ দিচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।