ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভালবাসা ও জীবনের কথা বললেন আনা চ্যাপম্যান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০
ভালবাসা ও জীবনের কথা বললেন আনা চ্যাপম্যান

মস্কো: জাতীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে নিজের জীবন এবং প্রেম নিয়ে অনেক চমকপ্রদ সব তথ্য দিয়েছেন আনা চ্যাপম্যান।

নিজেকে দক্ষ বলে উল্লেখ করলেন রাশিয়ার গোয়েন্দা আনা চ্যাপম্যান।



রাশিয়ার জাতীয় টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল ওয়ানের  বিখ্যাত টক শো ‘লেট দেম টক’ এ বৃহস্পতিবার রাতে অতিথি হয়ে আসা আনাকে ‘গার্ল অব দ্য ইয়ার’ বলে অভিহিত করা হয়েছে।

আন্তর্জাতিক রহস্যময়ী নারী হিসেবে পরিচিত আনার এটি ছিল প্রথম টেলিভিশন সাক্ষাৎকার। এ অনুষ্ঠানে সবুজ আঁটসাট পোশাক এবং হাইহিল পরিহিতা আনাকে দেখে অনেকটা পাশের বাড়ির মেয়ে বলেই মনে হচ্ছিল।    

আনার সাথে কথোপকথনের পাশাপাশি এ অনুষ্ঠানে আনার নিজ শহর ভোলগোগ্রাদ থেকে তার বন্ধু ও সাবেক শিক্ষকদের মন্তব্য এবং ফুটেজ দেখানো হয়।

চলতি গ্রীষ্মে আরো নয়জন রাশিয়ান গোয়েন্দার সাথে যুক্তরাষ্ট্রে বদলি হয়ে যাবার পরে স্পটলাইটে আসে আনা।

অনুষ্ঠানে আনার অতীত জীবনের অনেক ছবি দেখানো হয়। কৈশোরে স্কুলের পোশাক পরা আনার কবিতা পাঠের ভিডিও চিত্র দেখানো হয়।

আনার প্রথম প্রেমিককেও আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে। তিনি আনার জন্য এক গুচ্ছ ফুল নিয়ে আসেন এবং তার গালে একটি চুম্বন এঁকে দেন। নিজের প্রথম প্রেমিকের সঙ্গে পুনর্মিলন ভীষণ উপভোগ করলেন বলে জানিয়েছেন আনা।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।