ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০১০ সালে সহিংসতায় ৯৪ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০
২০১০ সালে সহিংসতায় ৯৪ সাংবাদিক নিহত

ব্রাসেলস: বিদায়ী ২০১০ সালে বিভিন্ন সহিংস ঘটনায় অন্তত ৯৪ জুন সাংবাদিক নিহত হয়েছে। আর পাকিস্তান ছিল ২০১০ সালে মিডিয়া কর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান।

  ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) শুক্রবার এ তথ্য প্রকাশ করে।  

রাজনৈতিক চরমপন্থী, গ্যাংস্টার এবং সন্ত্রাসী সবারই প্রাথমিক লক্ষ্য থাকে সাংবাদিকরা। ব্রাসেলস ভিত্তিক সাংবাদিকদের সংগঠনটি এ কথা জানিয়েছে। ২০০৯ সালে সাংবাদিক মৃত্যুর সংখ্যা ছিল ১৩৯ জন।  

আইএফজে জানায়, পাকিস্তানে ২০১০ সালে ১৫ জন গণমাধ্যম কর্মী নিহত হয়।

আইএফজে-র প্রেসিডেন্ট জিম বুমেলহা বলেন, ‘প্রায় ১০০ জন সাংবাদিকের মৃত্যু খুব বড় ক্ষতির ঘটনা। ’

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।