ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্লাসফেমি আইন সংশোধন: প্রতিবাদে পাকিস্তানে ধর্মঘট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১

ইসলামাবাদ: ব্লাসফেমি আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার প্রতিবাদে শুক্রবার ধর্মঘটে সারা পাকিস্তানে অচল হয়ে পড়ে। বিদ্যমান এই আইনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।



মানবাধিকার গ্রুপগুলো বলছে, এতে ইসলামী চরমপন্থীরা উৎসাহিত হচ্ছে।

রক্ষণশীল দলগুলো যে কোন ধরনের সংশোধনী ঠেকাতে দেশব্যাপী এই ধর্মঘটের ডাক দেয়। গত সপ্তাহে দেশের বড় বড় শহরে ইসলাম সমর্থক হাজার হাজার লোকের সমাবেশের পর এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

অবশ্য বৃহস্পতিবার উপ-তথ্যমন্ত্রী স্যামসাম বোখারি ঘোষণা দেন বিতর্কিত আইনটি সংশোধনের কোন ইচ্ছা সরকারের নেই।

এএফপির সাংবাদিকরা জানান, করাচি, লাহোর, পেশোয়ার, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে শুক্রবার বাজার দোকান পাট বন্ধ থাকে এবং রাস্তায় যানবাহন দেখা যায়নি।

প্রভাবশালী মুসলিম গ্রুপ সুন্নি ইত্তেহাদ পরিষদের চেয়ারম্যান সাহেবজাদা ফজল করিম বলেন, ‘সরকার যদি আইনের কোন সংশোধন করে তবে আমরা অসহযোগ আন্দোলন শুরু করব। ’

ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাবেক তথ্যমন্ত্রী শেরি রেহমান ব্লাসফেমির জন্য মৃত্যুদণ্ড বাতিলের আবেদন করে একটি বেসরকারি সদস্য বিল উত্থাপন করলে এই উত্তেজনার সৃষ্টি হয়।

স্যামসাম বোখারি বলেন, এই বিলের সঙ্গে সরকারের কোন সংশিষ্টতা নেই এবং এটা কোন নীতি নয়। এতে কোন পরিবর্তন আনার ইচ্ছা সরকারের নেই।

১৬ কোটি ৭০ লাখ জনসংখ্যার পাকিস্তানে মাত্র ৩ শতাংশ লোক অমুসলিম।

ব্লাসফেমির জন্য এখন পর্যন্ত পাকিস্তানে কারো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। অধিকাংশ ক্ষেত্রে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড রহিত কিংবা লঘু শাস্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।