ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন বছরে অভ্যন্তরীণ চরমপন্থীদের দমনে ব্রিটেনের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১

লন্ডন: ব্রিটেনকে অবশ্যই ২০১১ সালে দেশের অভ্যন্তরে গজিয়ে ওঠা চরমপন্থীদের দমন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন।

শুক্রবার নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ অঙ্গীকার করেন।



ক্যামেরুন বলেন, ‘আফগানিস্তানের দুটি ফ্রন্টে যুদ্ধরত ব্রিটিশ সৈন্যদের জন্য ২০১১ সাল হতে পারে একটি সংকটময় বছর। ২০১১ সাল বৃটেনের জন্য কঠিন বছর হলেও এ সময়েই দেশটি তার নিজের অবস্থানে ঘুরে দাঁড়াবে। ’

তিনি আরো বলেন, ‘অনেকগুলো বছর ধরে আমরা আন্তর্জাতিক সন্ত্রাসী হুমকি মোকাবেলা করে আসছি। এখনও আমাদের এ হুমকি মোকাবেলা করতে হচ্ছে। বরং আগের যে কোন সময়ের চেয়ে তা ভয়াবহ। ’

গেল বছরের মে মাসের সাধারণ নির্বাচনে ক্যামেরুন জয়ী হন।

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।